ভূমিকা
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা উত্তর জনপদের কৃষি নির্ভর সম্ভবনাময় একটি উপজেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ে উপজেলা সমূহের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত সৈয়দপুর উপজেলা। এ উপজেলার আয়তন ১২১ বর্গ কিঃ মিঃ উপজেলা মোট জনসংখ্যা ২,৬৪,৪৭১ জন। এ উপজেলা মোট আবাদী জমির পরিমান ৯২৬০ হেক্টর । ফসলের নিবিড়তা ২২৫%। এ উপজেলায় যারা প্রতক্ষ্যভাবে কৃষির সংঙ্গে জড়িত, খাদ্য যোগানের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভুমিকা রয়েছে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ থেকে উদ্ভাবিত আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন প্রযুক্তি কৃষকের নিকট সফলভাবে সম্প্রসারণ করা হচ্ছে। ব্লক পর্যায়ে ফসলভিত্তিক/মৌসুমভিত্তিক/বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি, চূড়ান্তকরণ ও বাস্তবায়ন, ব্লক পর্যায়ের কাজ পরিদর্শন, তদারকী ও সমন্বয় করণ- এ কার্যালয়ের মূল কাজ। এ উপজেলা ক্রমহ্রাসমান আবাদযোগ্য এবং বন্যা ও খরাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে আওতাধীন ১৬ টি ব্লকে ৩০,৯৫৬ টি কৃষক পরিবারের কাছে চাহিদা অনুযায়ী সময় উপযোগী কৃষি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরের চাল, গম, ভূট্টা ও আলুসহ শাক-সবজির উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আধুনিক ও ঘাত সহিষ্ণু ফসলের জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, সঠিক বয়সের চারা সারিতে নির্দিষ্ট দূরত্বে রোপন, গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি, মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরি ও ব্যবহার বৃদ্ধি, রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত যান্ত্রিক কৃষির প্রচলন ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS