Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভূমিকা
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা উত্তর জনপদের কৃষি নির্ভর সম্ভবনাময় একটি উপজেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ে উপজেলা সমূহের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত সৈয়দপুর উপজেলা। এ উপজেলার আয়তন ১২১ বর্গ কিঃ মিঃ উপজেলা মোট জনসংখ্যা ২,৬৪,৪৭১ জন। এ উপজেলা মোট আবাদী জমির পরিমান ৯২৬০ হেক্টর । ফসলের নিবিড়তা ২২৫%। এ উপজেলায় যারা প্রতক্ষ্যভাবে কৃষির সংঙ্গে জড়িত, খাদ্য যোগানের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভুমিকা রয়েছে।  কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ থেকে উদ্ভাবিত আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন প্রযুক্তি কৃষকের  নিকট সফলভাবে সম্প্রসারণ করা হচ্ছে। ব্লক পর্যায়ে ফসলভিত্তিক/মৌসুমভিত্তিক/বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি, চূড়ান্তকরণ ও বাস্তবায়ন, ব্লক পর্যায়ের কাজ পরিদর্শন, তদারকী ও সমন্বয় করণ- এ কার্যালয়ের মূল কাজ। এ উপজেলা ক্রমহ্রাসমান আবাদযোগ্য এবং বন্যা ও খরাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে আওতাধীন  ১৬ টি ব্লকে ৩০,৯৫৬ টি কৃষক পরিবারের কাছে চাহিদা অনুযায়ী সময় উপযোগী কৃষি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরের চাল, গম, ভূট্টা ও আলুসহ শাক-সবজির উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।  আধুনিক ও ঘাত সহিষ্ণু ফসলের জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, সঠিক বয়সের চারা সারিতে  নির্দিষ্ট দূরত্বে রোপন, গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি, মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরি ও ব্যবহার বৃদ্ধি, রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত যান্ত্রিক কৃষির প্রচলন ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে।